ভূমিকম্পের সময় , আগে ও পরে কী করতে হবে সে বিষয়ে মানুষকে সর্তক করতে একটি পোষ্টার তৈরি কর?
* পুরোপুরি শান্ত থাকতে হবে। আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা যাবে না।
* বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে।
* কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে।
* বারান্দা , আলমারি, জানালঅ বা ঝোলানো ছবি থেকে দুরে থাকতে হবে।
* পাকা দালানে থাকলে বিমের পাশে দাড়াতে হবে। প্রথমে ভূকম্পন থেমে যাবার পর সারিবদ্ধ ভাবে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে।
* প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা বাাড়িতেই রাখতে হবে।
To stay with family during Earthquake.
0 মন্তব্যসমূহ