পড়ালেখার টিপস

 

পড়ালেখার টিপস 

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,

তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । তোমরা অনেকে এমন আছো যে সারা দিন রাত পড়াশুনা করে কাঙ্খিত  ফলাফল করা সম্ভব হয় না  তখন তোমরা খুব চিন্তায় পড়। 

বিভিন্ন মনোবিজ্ঞানী গন তাদের বিভিন্ন মতামত প্রকাশ করেন। শিক্ষার্থীরা যদি তাদের পরামর্শ অনুসারে পড়াশুনা করে তাহলে ভাল ফল অর্জন করা যায়। তবে এক্ষেত্রে বলা হয় যে পড়া মনে না থাকার একটি বড় কারণ হলো মনোযোগ সহকারে পড়াশুনা না করা আরেকটি হলো লেখার অভ্যাস কম। আমি মনে করি তোমরা যখন পড়া শুনা করবে তা মুখস্থ করে বা বুঝে বার বার লিখবে তাহলে তোমাদের পড়া মনে না থাকার সমস্যা দূর হয়ে যাবে। 

আরেক একটি পরামর্শ বাজারে ভাল ছাত্র হওয়ার উপায় সসম্পর্কে অনেক বই পাওয়া যায় সেগুলো রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারো।

ধন্যবাদান্তে,

মোা: রিয়াজুল ইসলাম লিটন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ