৫ম শ্রেণির গণিত মডেল টেষ্ট

 প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা,

মডেল টেষ্টপার্ট ঃ ০১

শ্রেণি ঃ পঞ্চম

বিষয়ঃগণিত

সময়ঃ ২.৩০ ঘন্টা                                                                                                                     পূর্ণমান ঃ ১০০

১. সংক্ষেপেউত্তর দাওঃ                                                                                                                         

ক. ২ ডজনকলার দাম ৪৮০ টাকাহলে ১টি কলার দাম কত?

খ. গাণিতিকবাক্যে বন্ধনীনা থাকলে কোনপ্রক্রিয়ারকাজটিপ্রথমে করতেহবে?

গ. ১৫ এর মৌলিকউৎপাদককয়টি?

ঘ. ৫৬ থেকে কবিয়োগকরলে ৪০ হয়তাগাণিতিকবাক্যেরমাধ্যমে দেখাও?

ঙ. নিঃশেষেবিভাজ্য নাহলেভাজ্য নির্ণয়সুত্রটিলিখ?

চ. ক্ষুদ্রতম মৌলিকসংখ্যাকতটি?

ছ. কোনক্ষুদ্রতমসংখ্যাকে ৪,৬, ও ৮ দ্বারাভাগকরলেপ্রতিক্ষেত্রে ২ অবশিষ্ট থাকে?

জ. খোলাবাক্য ও গাণিতিকবাক্যে কাকেবলে?

ঝ. লসাগু বলতেকীবুঝ?

ঞ. গড় নির্ণয়সুত্রটি লেখ?

ট. কত বছর পর পরঅধিবর্ষ আসে ?

ঠ. তিনসন্তান ও তাদেরপিতারবয়সেরসমষ্টি ৭২ বছরহলেতাদেরবয়সের গড় কত?

ড. আসলকাকেবলে?

ঢ. ১২০ কিলোগ্রামের ২০% কত ?

ণ. কোন বস্তুুর ক্রয়মুল্যের চেয়েবিক্রয়মূল্য বেশিহলেকীহবে?

ত. বৃত্তেরপরিধির যেকোন দুই বিন্দুরসংযোজক রেখাকেকীবলে?

থ. এক মেট্রিকটনসমান কত কেজি?

দ. বিংশশতাব্দী কত সাল থেকে কত সালপর্যন্ত?

ন.কম্পিউটারেরমূল অংশ কতটি?

প. ক্যালকুলেটরকেকিসেরসহায়কযন্ত্র বলাহয়?

২.মলিএবংরাজুর একত্রে ৮৫৮০ টাকাআছে। রাজুঅপেক্ষামলির ১৮০ টাকা কম আছে। 

ক. মলি ও রাজুর মোটটাকাতারাসমানভাবেভাগকরেনিলেতারা কত টাকাকরেপাবে?

খ. প্রত্যেকের কত টাকাআছে?

গ. মলিএবংরাজুতাদের টাকাপ্রতিমাসেব্যাংকেজমারাখে। ২ মাস পর তাদের জমাকৃত টাকারপরিমাণনির্ণয় কর?

অথবা,তারিকজমিসএবংহালিমএকটিআসবাবপত্রের দোকানগিয়েছিল। তারা ১টি আলমারি , ২টি টেবিলএবং ৮টি চেয়ারকিনল যেখানে

১টিআলমারিরমূল্য ৮৭০০ টাকা , ১টি টেবিলেরমূল্য ২১০০ টাকা ও ১ টি চেয়ারেমূল্য ৭৫০ টাকা।

ক. ২টি টেবিলেরমূল্য কত?

খ. আসবাবপত্রের মোটমূল্য কত?

গ. মোটমূল্য ৩ জনসমানভাবেভাগকরেদিলেপ্রত্যেক কত টাকাকরেদিবে?হালিম ৫০০ টাকা কম দিলে সে কত টাকা দেয়?

৩.একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য ৪৮মিটার প্রস্থ ৪০মিটার।কোনোখালিজায়গানা রেখে মেঝেটিতেকিছুসংখ্যকবর্গাকারকার্পেটবসানোহলো।

ক. প্রতিটিকার্পেটের এক বাহুর দের্ঘ্য কত মিটার?

খ. মোটকতটিকার্পেটলাগবে?

গ. প্রতিটিকার্পেটেরমূল্য ২৫০ টাকাহলে মোট কত টাকালাগবে?

অথবা,বন্যাদুর্গতকয়েকটিপরিবারেরমধ্যে বিতরণেরজন্য ৬০ কেজিচাল, ৪০ কেজিআটা, ও ৩২ কেজিডাল ক্রয় করাহলো।

ক. চাল ও আটাসর্বাধিককতটিপরিবারেরমধ্যে সমানভাবেভাগকরে দেওয়াযাবে?

খ. সর্বাধিককতটিপরিবারেরমধ্যে চালডাল ও আটাসমানভাবেভাগকরে দেওয়াযাবে?

গ. যদি ডাল ১২ কেজি কম হতোতাহলেসর্বাধিককতটিপরিবারেরমধ্যে চাল, ডাল, ও আটাসমানভাবেভাগকরে দেওয়াযাবে?

৪. একটিবাঁশের  অংশ কাদায়  অংশ পানিতেএবংঅবশিষ্ট অংশ পানিরউপরেআছে।২+৩+৩

ক. কাদায় ও পানিতেবাঁশটির মোট কত অংশ আছে?

খ. পানিরউপরে কত অংশ আছে?

গ. পানিরউপরের অংশ ২ মিটারহলেসম্পুর্ন বাঁশটির দের্ঘ্য কত?

অথবা,রাইয়ানসাহেবেরনিকট ৭২০০০ টাকাছির। তিনিতারটাকার  অংশ মেয়েকে দিলেন ।   অংশ দুইছেলেকে দিলেন। 

অবশিষ্টটাকাতারনিকটরয়ে গেল।

ক. মেয়ে  কতটাকা পেল?

খ. ছেলে ও মেয়ে মোটটাকার কত অংশ পেল?

গ. তারনিকট কত টাকাঅবশিষ্ট থাকলো?

৫. সুমনরিপন ও তামান্নারবয়সেরসমষ্টি ৩৬ বছর। সুমন ও তামান্নারবয়সের গড় ১২ বছর। তামান্নারিপনের২+৩+৩

চেযে ২ বছরেরবড়।

ক. তিনজনেরবয়সেরবড় কত?

খ. তামান্নারবয়সকত ?

গ. সুমন ও রিপনেরবয়সের গড় কত?

অথবা,সাকিব ও সাজিদের গড় বয়স ২৩ বছর। সাজিদ ও ফারিহার গড় বয়স ২১ বছর। যদি ফারিহার বয়স বছর হয় তাহলে

ক. সাজিদের বয়স কত?

খ. সাকিবেরবয়স কত?

গ. সাকিব ও ফারিহার গড় বয়স কত?

ঘ. সাকিব ,সাজিদ ও ফারিহার গড় বয়স কত?

৬. একটিআয়কারজমিরপ্রস্থের ৪.৭৫ মিটার , দৈর্ঘ্য ১২.৮ মিটার।

ক. আয়তাকারজমির দৈর্ঘ্য ও প্রস্থের যোগফল কত নির্ণয় কর?

খ. আয়তাকারজমির ক্ষেত্রফলনির্ণয় কর?

গ. যদি জমিরপ্রস্থ ৩ গুণ বাড়ানোহয়তবেপরিবর্তিতজমিরপ্রস্থ কত হবে?

অথবা,একটিআয়তাকারবাগানের দৈর্ঘ্য  ওপ্রস্থ যথাক্রমে ৯০.৭৫ মিটার ও ৪৫.৫০ মিটার।

ক. বাগানের দৈর্ঘ্য ও প্রস্থেকে সাধারণভগ্নাংশেপ্রকাশ কর?

খ. বাগানের ক্ষেত্রফলনির্ণয় কর?

গ. প্রতি ৪.১২৫ বর্গমিটারচারালাগাতে ৭.৫৫ টাকাখরচহলেবাগানটিতেচারালাগাতে কত টাকাখরচপড়েছে?

৭. ব্যাংক থেকে ৫০০০০ টাকা ঋণ নিয়ে ৮ বছর পর মোট ৯৮০০০ টাকাপরিশোধকরাহলো।২+৩+৩

ক. ৮ বছরেরমুনাফা কত?

খ. বার্ষিকমুনাফারহার কত নির্ণয় কর?

গ. কত বছরেমুনাফা ৩০০০০ টাকাহবে?

অথবা,সুখিপুরগ্রামের মোটজনসংখ্যা ১২৮০ জন। তারমধ্যে ৪০% লোকশিক্ষিত।

ক. ঐ গ্রামেরশতকরা কত জনশিক্ষিতনয়?

খ. শিক্ষিত লোকেরসংখ্যানির্ণয় কর?

গ. গ্রামেরশিক্ষিত লোকেরমধ্যে ১২৮ জনশহরেচল্আেসলেগ্রামেশতকরাকতজনশিক্ষিত থাকবে?

৮. যেকোন দুইটিপ্রশ্নেরউত্তর দাওঃ                                                                     

ক. ৫ সেমিব্যসবিশিষ্টএকটিবৃত্ত অঙ্কন করে অঙ্কিত চিত্রের ৩টি বৈশিষ্ট লেখ?

খ. একটিআয়ত অঙ্কন করে অঙ্কিত চিত্রের ৩টি বৈশিষ্ট লেখ?

গ. এমনএকটিচতুর্ভুজ অঙ্কন কর যারবিপরীতবাহুদ্বয় ও কোনদ্বয়সমান। চিত্রটি অঙ্কন কর এবং ৩টি বৈশিষ্ট লেখ?

৯. একটিবর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪১ মিটার।২+৩+৩

ক. বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলকত ?

খ. যদি বর্গাকার ক্ষেত্রের দৈর্র্ঘ্য ১ মিটার কম হয়, তবে ক্ষেত্রফল কত হবে?

গ. যদি ক্ষেত্রটির দৈর্ঘ্য ১ মিটার বেশিএবংপ্রস্থ ১ মিটার কত হয়, তবে ক্ষেত্রফল কত হবে?

অথবা,একটিবড়বালতিতে ৪০ লিটারপানিধরে।

ক. অনুরুপ ৭৫টি বালতিতে কত লিটারপানিধরবে?

খ. যদি তুমিঅনুরুপএকটিখালিবালতিপানিপুর্ণ করতেচাও, তাহলে ৫০০ মিলিলিটারপানিধরেএমনমগের কত মগপানিলাগবে?

গ. পানিভর্তি বালতি থেকে ১৪ লিটার ৫০০ মিলিলিটারপানি ফেলেদিলে ঐ বালতিতেআরকীপরিমাণপানি থাকবে?

১০.রাসেলপ্রতিদিন ১৯:২৪ টাতেপড়তেবসেএবং ২৩:৫৯ টাতেঘুমাতেযায়।                                        

ক. ১২ ঘন্টাসময়সূচিতে সে কখনপড়িতেবসে?

খ. সে ঘুমাতেযাওয়ার ১ ঘন্টা পূর্বে রাতেরখাবারখায়। ১২ ঘন্টাসময়সূচিতে সে কখনরাতেরখাবারখায়?

অথবা, ২০১২ সালের ১ লাজানুয়ারীরবিবারছিল।                                                

ক. ৩১ শে ডিসেম্বর২০১২ কীবারছিল?

খ. ঐ বছর ফ্রেব্রুয়ারীমাসে কত ঘন্টাছিল?

১১. কোনোগ্রামেরজনসংখ্যা ২২০০ জনএবংঘনত্ব ১১০ জন/ বর্গকিমি।

ক. জনসংখ্যারঘনত্ব নির্ণয়ের সুত্রটিলিখ?

খ. ঐ গ্রামেরআয়তননির্ণয় কর?

গ. পাশেরগ্রামটি একই আয়তনেরএবংঘনত্ব ১৩৫ জন/ বর্গকিমিহলেপাশের মোটজনসংখ্যা কত?

অথবা,রসুলপুরগ্রামেরজনসংখ্যা ২৮০০ জন এবং জনসংখ্যা রঘনত্ব ৪০০ জন/বর্গকিমি । রহিমপুরগ্রামেরআয়তনরসুলপুরগ্রামের চেয়ে

বর্গকিমি বেশিএবংজনসংখ্যা ৮৫০০ জন।

ক. রসুলপুরগ্রামেরআয়তন কত?

খ. রহিমপুরগ্রামেরআয়তন কত?

গ. কোনগ্রামেরজনসংখ্যারঘনত্ব কত?








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ