প্রশ্নঃ কত সালে পলাশির যুদ্ধ হয়েছিল? পলাশির যুদ্ধ কেন সংগঠিত হয়েছিল? পলাশির যুদ্ধের চারটি ফলাফল লেখ?
উত্তর: ২৩ শে জুন ১৭৫৭ সালে পলাশি যুদ্ধ হয়েছিল। বাংলায় ইংরেজরা রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য বিস্তার ও তাদের সকল কার্যক্রম প্রতিষ্টার জন্য নবাবের সাথে যুদ্ধ করেছিল।
পলাশি যুদ্ধের চারটি ফলাফল:
১. এ যুদ্ধের মাধ্যমে বাংলা রাজনৈতিক স্বাধীনতা হানায়।
২. বাংলার শেষ স্বাধীন নবান সিরাজ -উদ- দৌলাকে পরাজয় করা হয়।
৩. প্রায় দুইশত বছরের ইংরেজ শাসন প্রতিষ্টিত হয়।
৪. বাংলার শেষ স্বাধীন নবান সিরাজ -উদ- দৌলাকে পরাজয় এবং হত্যা করা হয়।
0 মন্তব্যসমূহ