আসুন বাল্য বিবাহ প্রতিরোধ করি
বাল্য বিবাহ বাংলাদেশের একটি বড় ধরনের সমস্যা । বাল্য বিবাহ আমাদের সমাজে একটি সামাজিক ব্যাধি। বাল্য বিবাহের কারনে অনেক প্রাণ অকালে ঝরে পড়ে যায়। বাল্য বিবাহ বলতে ১৮ বছরের নিচে কোন মেয়েকে বিয়ে দেয়া কে বোঝায়। বাংলাদেশের গ্রাম অঞ্চলে লক্ষ্য করলে দেখা যায় এর প্রভাব সবচেয়ে বেশি কারণ গ্রামের অধিকাংশ লোক দারিদ্রতার নিচে বসবাস করে । সেই সকল পরিবার গুলে তে বাল্য বিবাহ বেশি পরিলক্ষিত হয়। দারিদ্র পরিবার গুলো তাদের সন্তানদের ঠিক মত খাবার যোগার করতে পারে না। আবার তাদের শিক্ষিত করতে পারে না। এর পিছনে অর্থনৈতিক স্বাচ্ছলতা দায়ী। বাংলাদেশের গ্রামীন অঞ্চলে এখনও সচেতনার অভাব দেখা যায়। দারিদ্র পরিবার গুলো তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারেন না। ঠিক মত তাদের খোঁজ নিতে পারে। না আবার অনেক সময় দারিদ্রতার কারণে পরিবার গুলোতে অপুষ্টি জনিত সমস্য দেখা দেয়। বাবা মায়েরা মনে করে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিলে তাদের দায়িত্ব কমে যায়। । বাল্য বিবাহের কারনে মেয়েদের শারীরিক সমস্য দেখা দেয়। অকাল গর্ভপাত সহ কঠিনতর রোগ সৃষ্টি হয়। বাল্য বিবাহর ফলে নতুন সংসারে মেয়েরা শারীরিক ও মানসিক যন্ত্রনার শিকার হন। অল্প বয়সে যা তারা মেনে নিতে পারে না। যার ফলে তারা আতœহত্যার পথ বেচে নেয়।
বাল্য বিবাহ প্রতিরোধ করতে আমাদের সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। শুধু সরকার নয় দেশের সকল সরকারী বেসরকারী সংস্থা গুলো কে এগিযে আসতে হবে। বিশেষ করে সকল কে মিলে সামাজিক প্রতিরোধ আনন্দোলন গড়ে তুলতে হবে। তবে দেশ বাল্য বিবাহ থেকে মুক্তি পাবে।
0 মন্তব্যসমূহ