সাধারণ জ্ঞান সরকারী ও বেসরকারী চাকুরির জন্য গুরুত্বপূর্ন ১৫+ প্রশ্ন
১ । ৭ মার্চ ভাষণকে বিশ্ব ঐতিহাসিক প্রামান্য দলিল বা ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছেন?
উত্তর: ইউনেস্কা
২। ৭ মার্চ ভাষণকে বিশ্ব ঐতিহাসিক প্রামান্য দলিল বা ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে ইউনেস্কা
ঘোষণা দেয় কখন?
উত্তর: ৩০ অক্টোবর ২০১৭ ইং।
৩। ৭ ই মার্চের ভাষণ বিশ্বের কতটি ভাষায় মুদ্রিত হয়েছে?
উত্তর: ১২ টি ভাষায়
৪. ষষ্ট আদম শুমারী অনুষ্টিত হবে কত সালে?
উত্তর: ২০২১ সালে।
৫। বাংলাদেশের কোন নদীকে জীবন্ত সত্তা হিসাবে ঘোষণা করা হয়?
উত্তর: তুরাগ নদী
৬। ভারতে গঙ্গা ও এর শাখা যমুনা নদীকে জীবন্ত সত্তা হিসাবে ঘোষনা করা হয় কবে?
উত্তর: ২০১৭ সালে
৭। নিউজিল্যান্ডের কোন নদীকে জীবন্ত সত্তা হিসাবে ঘোষণা করা হয়?
উত্তর: হোয়াংগানুই নদীকে।
৮। বাংলাদেশের সর্বোচ্চ দ্বিতীয় বেসামরিক পদক কোনটি?
উত্তর: একুশে পদক
৯। একুশে পদক কত সাল থেকে দেওয়া হয়?
উত্তর: ১৯৭৬ সাল
১০। একুশে পদকের বর্তমান মূল্য কত?
উত্তর: ২ লক্ষ্য টাকা।
১১। মুজিব বর্ষ কত সাল থেকে কত সাল পর্যন্ত ঘোষনা করা হয়?
উত্তর: ২০২০ সালের ১৭ মাচ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত।
১২। বিশ্ব পানি দিবস হয় কবে?
উত্তর: ২২ মার্চ
১৩। বাংলাদেশের একমাত্র পানি যাদুঘর কোথায়?
উত্তর: পটুয়াখালিতে
১৪। বিশ্ব বাঘ দিবস কত তারিখে?
উত্তর: ২৯ জুলাই
১৫। জাতীয় ভোটার দিবস?
উত্তর: ১ মার্চ
0 মন্তব্যসমূহ