পঞ্চম শ্রেণি/ বাংলাদেশ ও বিশ্বপারিচয় / তৃতীয় অধ্যায়- বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন/মহাস্থানগড় ও উয়ারী -বটেশ্বর সম্পর্কিত প্রশ্নব্যাংক পেতে ক্লিক করুন


তৃতীয় অধ্যায় - বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন

মহাস্থানগড় ও উয়ারী -বটেশ্বর সম্পর্কিত প্রশ্ন

১. মহাস্থাপনগড় কোথায় অবস্থিত?

২. বাংলাদেশের সবেেচয় পুরাতন নিদর্শনের নাম কি?

৩. পুন্ড্রনগর কোন আমলে পরিচিত ছিল?

৪. পুন্ড্রনগর কোন নদীল তীরৈ অবস্থিত?

৫. মহাস্থানগড় বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

৬. পুন্ড্রনগরে রয়েছে এমন দুটি নিদর্শনের নাম লিখ?

৭. পোড়ামাটির ফলক কোথায় দেখতে পাওয়া যায়?

৮. উয়ারী-বটেশ্বর বাংলাদেশেদের কোন জেলায় রয়েছে?

৯. উয়ারী ও বটেশ্বর দুটি মুলত কি নামে পরিচিত?

১০. উয়ারী ও বটেশ্বর নিদর্শন কখন পাওয়া গেছে।

উয়ারী ও বটেশ্বরের সভ্যতাটি কিসের সাথে সম্পর্কিত ছিল?

১১. উয়ারী ও বটেশ্বরে  কোন কোন প্রাণীর নিদর্শন পাওয়া গেছে?

১২. উয়ারী ও বটেশ্বর কোন সভ্যতার নিদশন স্বরুপ?

১৩. উয়ারী ও বটেশ্বর কেন বিখ্যাত ?

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপারিচয় পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন সকল প্রশ্ন পেতে আমাদের পেজ টি ভিজিট করতে হবে। আমরা প্রাথমিক পর্যায়ের সকল ছাত্রছাত্রীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বইয়ের উক্ত অধ্যায় থেকে বাছাইকৃত প্রশ্ন নিবার্চন করে প্রশ্নব্যাংক হিসাবে ওয়েবসাইটে আপডেট দিয়েছি। তোমরা এই পেজ থেকে সহজে প্রশ্ন সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করার মাধ্যমে সবচেয়ে ভাল ফলাফল করতে পারবে এবং গুণগত শিক্ষা অর্জন করতে সক্ষন হবে।


পাহাড়পুর ও ময়নামতি পরিচ্ছেদের সকল প্রশ্ন ব্যাংক পেতে  ক্লিক করুন





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ