পঞ্চম শ্রেণি / বাংলাদেশ ও বিশ্ব পরিচয় / তৃতীয় অধ্যায়- বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন/ সোনারগাঁও ও পানাম নগর সম্পর্কিত প্রশ্নব্যাংক পেতে ক্লিক করুন

সমাপনীর পরীক্ষায় শত ভাগ প্রশ্ন কমন পেতে আমরা তৈরি করেছি সম্পূর্ন বাছাকৃত প্রশ্নব্যাংক । আমরা প্রশ্ন গুলো পাঠ্য বইয়ের অধ্যায় থেকে সংগ্রহ করেছি। যা ছাত্রছাত্রীদের সহায়ক ভুমিকা রাখবে। সব অধ্যায়ের প্রশ্ন পেতে আমাদের সাথে থাকতে হবে ।

 সোনারগাঁও ও পানাম নগর সম্পর্কিত প্রশ্ন ব্যাংক 

১. সোনারগাঁও বাংলাদেশের কোথায় অবস্থিত?

২. সোনারগাঁও কত শতকের নিদর্শন পাওয়া গেছে?

৩. সোনারগাঁও কোন নদীর তীরে অবস্থিত?

৪. সোনারগাঁও প্রাচীন বাংলার কী ছিল?

৫. সোনারগাঁও কোন আমলের রাজধানী ছিল?

৬. সোনারগাঁওয়ে কোন সুলতানের মাজার রয়েছে?

৭. সোনারগাঁও রাজধানী কেন ঢাকায় স্থপন করা হয়?

৮. সোনারগাঁও কোন নগর গড়ে ওঠে?

৯. পানাম নগর কত শতকে গড়ে ওঠে?

১. সোনারগাঁও এর গেীরব ধরে রাখার জন্য কে অবদান রাখেন?


২. পানাম নগর কিসের জন্য বিখ্যাত?

৩. লোকশিল্প জাদুঘর কে প্রতিষ্টা করেন?

৪. লোকশিল্প জাদুঘর কত সালে প্রতিষ্টিত হয়?

৫. লোকশিল্প জাদুঘরটি কেন বিখ্যাত?

প্রশ্নগুলোর উত্তর আমরা শীঘ্রই এই ওয়েবসাইডে প্রকাশ করবো।

প্রশ্নের উত্তর পেতে ক্লিক করুন



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ