চতুর্থ শ্রেণি/ প্রাথমিক বিজ্ঞান/ ৪র্থ অধ্যায়- পদার্থ সম্পর্কিত প্রশ্ন প্রকাশ করা হলো



 ৪র্থ অধ্যায়- পদার্থ সম্পর্কিত প্রশ্ন প্রকাশ করা হলো 

১. পদার্থ কাকে বলে? ইহা কত প্রকার ও কি কি?

২. কয়েকটি পদার্থের নাম লিখ?

৩. পদার্থের ৩ টি বৈশিষ্ট্য লিখ?

৪. তরল পদার্থ, কঠিন পদার্থ, ও বায়বীয় পদার্থ কাকে বলে? উদাহরণ দাও?

৫. পানিতে কোন বস্তুু দেওয়া হলে পানির উপরিভাগের কী পরিবর্তন হয় লেখ?

৬. তরল কঠিন ও বায়বীয় পদার্থের দুটি করে বৈশিষ্ট্য লিখ?

৭. আয়তন কাকে বলে?

৮. তলল পদার্থেল একক কি?

৯. বস্তুুর ওজন কাকে বলে?

১০. ওজন পরিমাপের একক কি?

১১. বায়ু কি ? আমরা কী ভাবে বায়ুর উপস্থিতি বুঝতে পারি?

১২. বায়ুর তিনটি বৈশিষ্ট্য লিখ?

এই অধ্যায়ের প্রশ্নগুলোর উত্তরমালা শীঘ্রই আমরা প্রকাশ করবো। উত্তরমালা পেতে আমাদের সাথে থাকতে হবে। শিক্ষার্থীদের পরীক্ষায় ভাল ফলাফল অর্জনে এই প্রশ্নগুলো খুব সহায়তা করবে। তাই শিক্ষার্থীরা প্রশ্নগুলো সংগ্রহ করেনিয়মিত অনুশীলন করতে হবে।

উত্তরমালা দেখতে এখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ